Monday, August 26, 2013

Polls 2013 - Of power, pain, princes and poli-tricks


by Mac Haque 


''And in what fairy tale would John ever be any sane person’s idea of Prince Charming anyway? He was the opposite of charming. More like Prince Terrifying.'' Meg Cabot, Abandon

THE onset of Eid-ul-Fitr holidays saw Bangladesh struggling to rediscover a semblance of normalcy, which had eluded it from the beginning of the year. For the average citizens, trapped and held hostage between demeaning polemics and arrogance of the two mainstream political parties, the mighty ideals of democracy that all free nations aspire for has been laid waste. Time has come to a standstill as our politicians have stalled our minds to make any sense of the ‘what next’. 

Those ‘what next’s’ have led to a proliferation of ‘what ifs’ and all we can do for now is breathe heavily in anticipation; hearts asunder, we wonder whether it is any more fashionable to talk about reason. That an absence of reason equals to anarchist insanity is not even being considered in these unreasonable times.

We are forced to gulp nothing more than fear pills about threats of more violence and loss of lives and limbs. The visually violent faces of politicians we see on television or the unfriendly speeches we have to endure cannot make for comforting imaginations when we mull over the prospects of elections 2013. 

Every passing day confronts us with further uncertainties, and there are no assurances or indicators available anywhere to suggest that the loss of opportunities, loss of businesses, and the ultimate trial of our patience and sanity this year will be recompensed in the foreseeable future. Regardless of whether we vote and usher in the Awami League or the Bangladesh Nationalist Party with their respective allies to government in 2014, there seems to be no chance for peace ever to return. 

And all of our continuous pains, insults and ignominies are because we cherish ‘democracy’, which, in the Bangladesh perspective, has historically been no more than a battle of two families that have personal squabbles and scores to sort out, have one-upmanship as their only means to an end. Overindulgence in innuendoes and profanity-filled diatribes in public to force upon the people their mentally convoluted mandate and undermining ‘will’ in the end leaves no one with any inclination that our politician’s intentions are anything but to serve the interest of the people.

As if in a theatre of the absurd, even at the best of times, our politicians remind us of ‘pain’ and how more painful our fate and fortune ought to be, just to remember, like the original sin, the ‘original pain’! 

Take for example the prime minister’s comments, published in New Age on August 19, during her much-heralded press conference about the dismal power situation that the AL government has succeeded in taking a tight rein on. 

While the prime minister surely deserves accolades for the improvements made during her tenure, her statement that she deliberately switches off power for two hours daily and will increase it further so that ‘people can understand (remember) the pain of going without power’ sends very abrasive signals. More than a public display of her tendency to go overboard whenever she is surrounded by cronies, it also suggests arbitrariness of the highest order. 

What has gone unnoticed is improvement to the power situation is not exactly a ‘favour’ granted by the prime minister to the people but a duty she is obliged to perform in keeping with her much-touted dream of ‘digital Bangladesh’. Electricity is not exactly provided free to the citizens at large, yet amongst the phalanx of journalists present during the conference no one questioned or even challenged the revenue losses to the national exchequer for the hours power is switched off because of her whims and fancy.

If it is the loss of votes the Awami League should be worried about, the prime minister’s utterances were subversive in nature, an open admission of abuse of power and fundamentally a violation of her oath of office, and may have easily cost her over a million votes on the day alone. In addition, this punishing ‘pain’ on the people, simply because a huge proportion of our population supports the BNP, is pushing her luck to the brink.

The prime minister should have remembered that despite all the great deeds of her government, the Bengali race tends to sway in the direction the ‘wind is blowing’. Favourable wind ironically is yet to strike the sails of the ‘boat’ she concurrently navigates. Despite all her and the Awami League’s ‘great achievements’ in five years, the party should not forget the Bengali adage ‘Ek mon doodh noshto kortey ek fota lebu jothesto’ (a drop of lime is enough to destroy gallons of milk). The BNP does not have to struggle too hard to win. More sour words from the prime minister aimed at the people are enough to guarantee the Awami League’s suicidal defeat.

On a different note, our politicians have started believing that citizens at large have turned both deaf and mute, or complete jackasses. With constant barrages of warnings about ‘unconstitutional forces’ or individuals who will usurp power at the first given opportunity, they have craftily launched a ‘charm offensive’ that we accept by default ‘unconstitutional leaders’ that both parties are propping up as the nation’s potent saviours as our ‘take it or leave it choice’? 

For the love of God, can someone please tell me who ‘prince’ Tareque and ‘prince’ Joy are to lecture us anything at all on politics and statecraft? Are they elected leaders? Given an even playing field as opposed to the abject advantage of their pedigree, will they ever stand a chance to be elected by the people?

The propping into ‘national limelight’ of these two inconsequential ‘prince wannabes’ displays the political frailty, vulnerability and bankruptcy of both the Awami League and the BNP. It tends to reinforce the public perception that, whilst we continue to pay high prices in our pursuit of the elusive golden deer — democracy, the mainstream parties are anything but democratic. Indeed, what is on offer is a dynastic continuity, meaning Bangladeshis will have to keep tolerating that its land is no more than a fiefdom. 

As far as ‘prince’ Tareque’s track records are concerned, the nation has had a taste of his abuse of power and interference in the functioning of the previous BNP government. It is his alternative source of power, the bastion of his cronies and sycophants, termed the ‘young Turks’, in Hawa Bhaban that caused the electoral disaster for the BNP in the last polls and maybe even the consequent 1/11. While public memory in Bangladesh is traditionally short, to imagine that the nation has forgotten the episodes of the past or have forgiven him completely may be basking in a fool’s paradise.

‘Prince’ Joy, on the other hand, emerged out of nowhere ahead of Eid holidays and proceeded on a rampage of ‘killjoy’ comments! Despite his American university degrees and a bideshi wife to boost his image among the ‘peasantry’, when it comes to pettiness, his incoherence and indulgence in poli-trickery led many not only to be surprised but also deeply shocked. When it comes to ‘sophisticated bumpkin-ness’, there is not too much of a difference in his demeanour that sets him apart from his newly sworn nemesis — ‘prince’ Tareque. 

The media in combi with the BNP, however, had a field day making mincemeat when he muttered unintelligibly about having access to ‘information’ that confirms the Awami League would have a thumping victory in elections 2013. What actually transpired was ‘prince’ Joy used something akin to Gallup Polls outsourced to some of his buddies, as a guiding parameter to his ‘prophetic comment’. That the ‘information’ itself could have been doctored to please him is where he failed to make any matured judgement. 

That aside, the social network images of his mother (the prime minister) cooking in the kitchen for his birthday did nothing to boost his image; on the contrary, it may have projected him as a pampered ‘mama’s darling’.

However, what is very baffling is the public perception in general that the BNP will sweep into power. The success of the party in routing the Awami League in five city corporation elections may have buoyed their confidence, yet their rabidly growing ‘overconfidence’ about the people’s likely mandate is worrying and raises some pertinent questions: 

1. Assuming that the BNP accedes to the AL intransigence on the caretaker government issue and wins a decisive majority in parliament, bringing them back to power, will the next elections then be held under the BNP government? If yes, would the Awami League be ready to accept the same and contest the next elections under the BNP?

2. If the BNP comes to power, will it be possible for it to go along with the excess baggage they have accumulated over the past five years in the shape of the extreme right-wing Hefajat-e-Islami or even the remnants of Jamaat-e-Islami? Specifically, will they accept the 13-point demand of Hefajat and other such groups in the lunatic fringe? 

3. Assuming that the Awami League loses and is back in parliament as the opposition, does it mean the war crimes tribunal will be dismantled and all convicted criminals set free? Will the continuation of whatever has been of common good to the citizens in the AL tenure of five years be torpedoed?

4. Assuming that point 1 becomes a reality, does it mean that the Awami League has gotten so bankrupt (or ‘rotten’ to quote Khaleda Zia) as a political party that there is absolutely no chance of it ‘ever’ coming back to power?

While we mull over the above ‘what if’ hypothesis, the most important points for the citizens to consider is the following: 

5. In the event of a BNP victory and capture of state power ‘democratically’, what guarantees do the citizens have that the Awami League will give a respite to street agitations, murder mayhems, human rights abuse, attacks on minorities and women as well as unending calls for hartal? 

6. What assurances do we, as voters, have that tit-for-tat regime of violence and uncertainties that has been part and parcel of our so-called ‘political culture’ will end for good?

For now, there are unfortunately no convincing answers. 

The BNP’s agenda for the polls is to merely trash the Awami League’s achievements and focus on what it sees as ‘corruption, arbitrary conduct, violence, human rights abuse’ and the much misused propaganda of ‘attack on Islamist and their construed faith and belief by atheist in the government’. That the BNP cannot absolve itself from the same exact evils and the same allegations is one that bedevils the national psyche.

Likewise, the Awami League’s agenda for the polls is only to talk about its achievements, and how the nation will face the prospects of ‘militancy, bomb attacks and rehabilitation of war criminals and Taibanisation’, if the BNP wins — an old and rehashed piece of trash that does nothing more than to appease the US and its allies in the non-existent war on terror! Other than a continuation of one fear psychosis or the other, the Awami League or the BNP has nothing tangible as such on offer.

In the above scenarios, it is not the politicians but the citizens who in the end will be the perfect and ultimate losers. Whether or not the election will be held at all is speculative, yet if within the ongoing chaos a ‘respectable poll’ does come through, what will be interesting to look out for is no party having a clear majority to form a government. A ‘hung parliament’ will hopefully usher in a ‘political culture’ where the Awami League and the BNP will be left with no option but to battle it out on the parliament floor — and not on the streets, not at the cost of innocent citizens. Outdating either ‘decisive’ or ‘brutal majority’ seems to be the only answer for the time being. 

I welcome the prospects — as a hung parliament will ensure that the people, the citizens will be spared the ‘pain’ of being hanged by politicians repeatedly!


New Age Op Ed Monday 26th August 2013

Monday, August 05, 2013

জীবনে একবার দেখা হেমায়েত উল্লাহ আওরঙ্গ


মাকসুদুল হক 

১৯৮৯ এর এক দুপুর | দিলকুশায় আমার অফিসে কাজের ঝামেলায় আছি,এর ভেতর এক কলিগ এসে বললো, ৭জন ছেলে এসেছে আমার সাথে দেখা করতে | জানতে চেলাম কি বিষয় | বললো ফিডব্যাক কে কৃষি কলেজে একটা কনসার্ট এ আমন্ত্রণ জানাতে চায় ছাত্র লিগ | ফিডব্যাকের গায়ক ছাড়া ব্যবসায়িক লেনদেন আমি করতাম তাই ওদের হ্যালো বলে বসতে বললাম আর ১৫ মিনিট পর কাজ সেরে বিস্তারিত খোজখবর নিলাম |

সবি ঠিক লাগলো তবে টাকা এত কম যে আমাদের সন্মানী তো দুরের কথা, সাউন্ড সিস্তামের ভাড়াও তাতে কভার হবেনা| ছেলেগুলো প্রায় কান্নার কাছাকাছি - হাত ধরে বলে 'মাকসুদ ভাই একটু ট্রাই করেন' | আমি পরদিন যোগাযোগ করতে বলে সন্ধায় দলনেতা বাবু কে এলভিস ষ্টুডিওতে বিষয়টা জানালাম | বাজেটের অবস্থা বেগতিক - বাবু এক কথায় বললো 'দোস্তো ইম্পসিবেল - না বলে দেও কারণ এত কম টাকায় ছাত্র লীগের কনসার্ট করলে অন্য সংগঠনদের না করতে পারবা না' | কথার যৌক্তিকতা ছাড়াও ফিডব্যাক তখন যন্ত্রপাতির কেনার ঋণে জর্জরিত| তার উপর পলিটিকাল শো - মারামারি লেগেই থাকে |

পরদিন শুক্রবার | বাসায় এলভিস ষ্টুডিওর সত্তাধিকারী জাহাঙ্গীর আমাকে ফোনে করে জানালো - একজন আওরঙ্গ নামের লোক আমাকে খুজছে | জাহাঙ্গীরের গলায় খুবই আতঙ্কের ছাপ, বললো 'দোস্তো এইটা ওই 'ভয়ানক সন্ত্রাসী' আওরঙ্গ মনে হচ্ছে, সাবধানে বিষয় তা হ্যান্ডেল করিস' | আমি বললাম 'ধুর ...আওরঙ্গর নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজি করছে - আওরঙ্গ তো কলকাতায় গাঢাকা দিয়ে আছে অনেকদিন হলো' |

জবাবে জাহাঙ্গীর বললো, 'আমি শুনসি সে নাকি গোপনে দেশে ফিরেছে - সো তুই যা করিস ক্যার্ফুলি করিস আর মাথা ঠান্ডা রাখিস'| আমি বিষয়টা ভুলে গেলাম বললে ভুল হবে - পাত্তাই দিলাম না |

এর পরেরদিন সকাল ৯:৩০ অফিস পৌছে দেখি ওই ৭টা ছেলে লাউঞ্জে বসে আছে | সালাম ঠুকে একজন এসে বললো 'বস - লিদেরের চিরকুটটা পরেন' | একটু হতবাক হয়েই হাতে নিলাম - অত্যন্ত সুন্দর হাতের লেখা একটা চিরকুট :

"আমার সুপ্রিয় গায়ক মাকসুদ, 
ছেলদের সাথে তুমি কষ্ট করে চলে আসো ভাই..একটু চা নাস্তা করে যাও| 
ইতি তোমার 
আওরঙ্গ দা "

ভয়ে কেমন জানি দেহে একটা কাপুনি অনুভব করলাম | কতোনা এই 'ভয়ংকর সন্ত্রাসীর' কথা শুনেছি, পত্রিকায় পরেছি - আর আজ উনি আমাকে 'চা নাস্তার' আমন্ত্রণ দিচ্ছে ?

জানতে চেলাম 'কোথায় যেতে হবে - উনি তো এখনো আত্মগোপন অবস্থা আছেন তাই না' - ছেলে গুলো মাথা নিচ করে নিরুত্তর রইলো | ওদের আস্বস্ত করতে বললাম 'ভাই আমি উনার সাথে দেখা করতে ভয় পাচ্ছি না - কিন্তু উনারে তো করা নজরদারির উপর ঈরশাদ সরকার রেখেছে নিশ্চয়? আমি এরেস্ট হলে গান বাজনা চাকরি আমার কিন্তু সব শেষ - সন্ত্রাসীর খাতায় ও আমার নাম উঠবে' |

ছেলেটা কন্ফিদেন্ত্লি বললো - 'লিডার কোথায় আছেন এইটা তো বলা নিষেদ তবে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না - আমরা আছি আপনার সাথে' |

ভিশন রকম দোটানায় পরে গেলাম ....আমার পেট বললো .... 'না যাব না', কিন্তু মুখ বললো - 'চলো যাই' | বেরুনোর আগে বাবুকে ফোন করে বিষয়টা জানালাম | বাবু চিন্তায় পরে গেলো | বললো 'ও মাই গড - দি গাই ইজ ফর রিয়াল'? আমি বললাম 'ইয়েস'! উত্তরে বাবু বললো, 'ম্যাক - বেস্ট অফ লাক - তুমি ফিরেই আমাকে কল দিও এন্ড বি কেয়ারফুল ' |

ছেলেগুলা কে আমি বললাম আমার গাড়িতে উঠতে | জবাবে ওরা বললো 'বস আপনার ড্রাইভারকে বলেন গাড়ি নিয়ে আমাদের ফলো করুক, আপনি আমাদের সাথে উঠেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের' |

তাই হলো | আমি বেবি টেক্সীতে উঠলাম - আমার দুপাশে কোমরে অস্ত্রধারী দুই যুবক | সামনে পেছনে আরো ২ টা বেবি টেক্সী - মত ৯-১০ জন আমাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে আওরঙ্গদার কাছে | কিন্তু কোথায় যাচ্ছি ত়া কেউ কিছুই বলছে না | আমিও আর চাপাচাপি করলাম না |

কিছুক্ষণ পরে দেখি ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাস ভবনের সামনে আমরা উপস্থিত| এক টানে বেবি টেক্সী ঢুকলো বাসার বাউন্ডারির ভেতর | আমাকে একটা রুম এ বসিয়ে ছেলেরা চলে গেলো |একা - এই প্রথম আমার জীবনে আমি বঙ্গবন্ধুর বাসায় | তখনও তা মিউজিয়াম হয়ে উঠেনি | কেমন জানি ভুতরে পরিবেশ - ওয়াল এ ঝুলছে ৭ই মার্চ এর ছবি | মনটা খুবই ভারী হয়ে উঠলো | এর ভেতরে ছেলেরা আসে, উকি দিয়ে চলে যাই - আর বলে 'বস একটু থাকেন - লিডার আসছেন অল্পক্ষণের ভেতরে' | বসেই থাকলাম একা - তারপর হঠাত ছেলেরা এসে - ভেতরে আরেকটা রুমে নিয়ে আমাকে বসালো | জানালা সব বন্ধ - টিউব লাইট জলছে |

১০ মিনিটের মাথায় সাদা পাঞ্জাবি পাজামা পরা অবিকল একেবারে বাংলা সিনেমার নায়ক উজ্জল ভাই মতো দেখতে এক লোক এসে হাত বাড়িয়ে বললো 'মাকসুদ আমি তোমার আওরঙ্গদা ' | হাতে হাত রাখতেই বুকে জড়িয়ে ধরে বললো 'কেমন আছ ভাই? তোমার নাম, ডাক গান আমি সবি জেনেছি ও শুনেছি ইতোমধ্যে' | এটা সেটা অনেক কিছুই আলাপ করলাম - আর ৩২ নম্বর উনি আছেন একথা অকপটে জানালেন - তবে সব সময় থাকেন না | 'টিকটিকির উত্পাত বেশি দেখলে অন্যত্র সরে যাই মাঝেমাঝে' - বলে মৃদু হাসলেন |

সিংগারা, চা ও পেস্ট্রি খেলাম এবং দুপুরে খেয়ে যাবার জন্য জোর অনুরোধ করলেন | অফিস পালিয়ে দেখা করতে এসেছি বলাতে বললো, 'আচ্ছা ঠিক আছে' | ছেলেদের রুম থেকে বেরিয়ে যাবার ইশারা করে - দরজা বন্ধ করলেন |

এপর পকেট থেকে একটা খাম বের করে আমার হাতে চাপিয়ে দিয়ে বললো, 'ভাই সংগঠন তোমার, দেশ তোমার আর আমি তোমার বড়ভাই - বড্ড বিপদে আছি যা তুমি ভালো জানো | টাকা পয়সা একেবারে নাই কিন্তু কৃষি কলেজ এর পর্ষদের নির্বাচনে আমাদের জয় শুনিশিত - তবে ছাত্রদের একটাই ডিমান্ড - ওরা ফিডব্যাক কে চায় প্রজেকশন সন্ধার মিটিঙে | ভাই এটা প্রেস্টিজ ইসু, তুমি বুঝতে পারছ আশা করি | তোমাদের যেই সন্মানী আমি ত়া দিতে পারবো না - কিন্তু আমাকে হেল্প করো - আমি কেবলি তোমাদের বড় ভাই না - আমি একজন মুক্তিযোদ্ধা তোমাকে রিকোয়েস্ট করছি' |

চোখের দিকে চোখ রেখে এমন ভাবে 'প্লিজ' বললেন যে আমি এক কথাই রাজি হয়ে গেলাম | আবার জড়িয়ে ধরে ছেলেদের বললো 'আমি বলসিলাম না মাকসুদ আমার কথা রাখবে' | চতুরদিকে ছেলেদের আনন্দের যেন বন্যা বয়ে গেলো, হাততালি এবং 'থানক ইউ বস' বলতে বলতে - আবার একই কায়দায় বেবি টেক্সিতে আমাকে অফিসে পৌছানো হলো |

পরদিন রোববার - কনসার্ট শেষ হবার পর আওরঙ্গ দার সাথে দেখা করতে যাবার কথা ছিলো| তবে উনি সেদিন দুপুর থেকে আবার গাঢাকা দিয়েছেন এই খবর পেলাম | এর পর আর আওরঙ্গদার সাথে দেখা হলো না |

হেমায়েত উল্লাহ আওরঙ্গ গত শনিবার এক মর্মান্তিকসড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জে মারা যান | ইন্নালিলাহে.......রজেঊন

Saturday, August 03, 2013

জামাতের নিবন্ধন বাতিল, আল্লাহ নিবন্ধন প্রসঙ্গে এবং 'এসলাম'


মাকসুদুল হক 

১. আল্লাহ 'সাত আসমান' থেকে উড়াল দিয়ে এসে পৃথিবীতে অবতরণ করে নিজের পরিচয় মানুষের কাছে দেননি - দেবেনো না | মানুষ এই শব্দ আবিষ্কার করেছে - মানুষের কল্যানে তা ব্যবহার হচ্ছে এবং হবে | যারা মানুষের ভেতরে আল্লাহর রূপ দেখেনা, যারা আশরাফুল মাকলুকাত কে, তাকে চেনেন না বা চেনার কোনো ইচ্ছা রাখেনা তাদের নিজের অস্তিত্তই বিলীন | নিজের অস্তিত্বের ভেতরে যার আল্লাহ নেই - সে নিজে প্রকৃতির যেকোনো জীব/জন্তু থেকে কোনো ভাবেই পৃথক না| মোদ্দা কথা ওরা মানুষ না 

২. তাই 'কাগুজি আল্লাহ', কাগজে 'নিবন্ধিত আল্লাহ' কে তারা 'আল্লাহ' মানে এবং তা আছে কিনা, সেটা টেলিস্কোপ দিয়ে খুঁজে বেড়ায় - এ ছাড়া তাদের আর অন্য কোনো 'ধান্দা' নেই | ঘুম থেকে উঠে তারা আল্লাহকে অন্তর থেকে স্মরণ করেনা, তারা সচক্ষে দেখতে চায় আল্লাহ কথায় আছে বা নেই - দেখতে চায় সংবিধানে আল্লাহ ঠিক মতো বহাল তাবিয়াতে আছেন তো? 

"এই দিল কোরানটি না বুঝিয়া আয়াত কোরান পরে কোনো লাভ হবেনা"  ফকির লালন শাহ 

৩. 'নিরাকার আল্লাহকে' তারা মসজিদের ভেতরে 'আকার' দেয়.....'আল্লাহু' লেখে, গলায় সেই একই 'আল্লাহু' তারা স্বর্ণ অলংকার বানিয়ে 'মুসলমান' সাজে | শেরেক যদি কেউ করে থাকে এই জামাত/হেফাজত পন্থী নব্য 'মুসলমানগণ' রা তা করে | তবে আমরা যারা নিজেরদের 'পবিত্র ধর্ম নিরপেক্ষ' বলে মনে করি বা 'sacred sanctified secularism' এ বিশ্বাস করি - আমরা কি আসলেই পাপ/গুনাহ মুক্ত? 

৪. বাংলাদেশের মূল ইসলাম, অর্থাত খেটে খাওয়া মানুষের 'মুহাম্মাদী ইসলাম' থেকে এই রাজনৈতিক ধান্দাবাজি ইসলামের যে কতটা পার্থক্য তা এর আগে এতো পরিষ্কার আর কখনই হয়নি| মূল কথা হচ্ছে যেটা আমরা 'মূলধারার ইসলাম' (mainstream Islam) বলছি তা কেবল জামাত/হেফাজতরা একাই পালন করছে আর আমরা করছি না - এটা একটা দাহা মিথ্যা কথা| 

৫. যে ইসলাম আমরা প্রাকটিস করছি যা টিভি, রেডিও, পত্রিকা সহ ফেসবুকে বহুল প্রচার পাচ্ছে,যা আওয়ামী লিগ, বিএনপি সহ সবকটা রাজনৈতিক দলেরে 'ইসলাম' এসব একই ওয়াহাবী/শরিয়াতি 'এসলাম' এর ধারাবাহিকতার 'এসলাম' | রাসুলাল্লাহর মৃত্যুর ৩০ বছরের পর এই 'রাজকীয় এসলাম' এর জন্ম এবং তা কেবলি ধর্নাধ্য, মানুষের 'এসলাম'| রাসুলাল্লাহর বংশধর্দের জবাই করার সময় যাদের বুক একটুও কাপেনি - তাদেরই এই 'এসলাম' | এই ভয়াবহ সত্য কথাটি আমরা বেমালুম ভুলে গিয়েছি |

৬. জামাতের নিবন্ধন বাতিল করেন, জামাত/হেফাজতকে নিষিদ্ধ করেন - তা খুবই ভালো কথা | তবে ইসলাম যে ১৫০০ বছরে ৭২টা 'ফির্কা' তে ভাগ হয়ে গেছে, খন্ড বিখন্ড হয়ে গেছে - আমরা আসলেই কোন ইসলাম, কোন আল্লাহকে মানি, কাকে উপাসনা/ইবাদত করি সেটাও ভেবে দেখার সময় চলে এসেছে| জামাত/হেফাজাত কে নিষিদ্ধ করবেন কিন্তু তাদের 'এসলাম' কে আমরা নিজের ধান্দা ফিকিরের জন্য ব্যবহার করবো - এই গোমরাহী আল্লাহ যে মেনে নেবেন, আমার তা খুবই সন্দেহ | 

৬. শেষ কথা : 'আল্লাহ তে পূর্ণ ইমান' ১৯৭১ এ পাকিস্তানের সংবিধানেও ছিলো, কিন্তু তাতে কি মুসলমান সহ অন্য ধর্মবিলোম্বিদের মুসলমান দ্বারা নিধন থেমে ছিলো? ধর্ষণ থেমে ছিলো ? একইভাবে বাংলাদেশের সংবিধানে 'আল্লাহতে পূর্ণ ইমান' লেখা থাকলেই যে আমরা সবাই ১০০ ভাগ হালাল মুসলমান হয়ে যাবো, 'আল্লাহর' নামে, 'এসলাম' এর নাম খুন ধর্ষণ আর হবেনা - এই গ্যারান্টি কে দেবে?